• বরিশাল বিভাগ

    জেলা প্রশাসক বরাবর ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের স্মারক লিপি পেশ

      প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২২ , ১:০৫:১৪ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    পাবলিক পরীক্ষাসহ শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা ও ডারউইনের বিবর্তবাদ সকল সিলেবাস থেকে বাদ দেয়ার দাবিতে ৪ ডিসেম্বর রবিবার সকাল ১০.৩০ মিণিটে বরিশাল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর। স্মারক লিপি প্রদানে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সেক্রেটারী মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওছার।

    এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের আশ্রাফী,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন নাইস,দাওয়াহ ও প্রচার সম্পাদক এনামুল হক শামীম রাঢ়ী, দফতর সম্পাদক মুহাম্মাদ মাহবুব রব্বানী,অর্থ ও প্রকাশনা সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুল হক, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক কে এম বায়েজীদ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দাবিসমূহ হলো-
    ১। শিক্ষা কারিকুলাম প্রণয়নে অভিজ্ঞ, দ্বীনদার আলেমদের সম্পৃক্ত করা।
    ২। আলিয়া মাদরাসা শিক্ষার কারিকুলাম, শিক্ষানীতি-২০১০ অনুযায়ী মাদরাসা সংশ্লিষ্ট আলেম, দ্বীনদার শিক্ষকদের দ্বারা পুণঃমার্জন করা।
    ৩। বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান ও ইতিহাস বই হতে বিতর্কিত ও ইসলামী আকিদা বিরোধী প্রবন্ধসমুহ বাদ দেওয়া।
    ৪। ডারউইনের অপ্রমাণিত, ভ্রান্ত ও বিতর্কিত বিবর্তনবাদ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কারিকুলাম হতে বাদ দেয়া।
    ৫। নৈতিকতা সমৃদ্ধ জনশক্তি তৈরির লক্ষ্যে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য নিজ নিজ ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা।
    ৬। ইসলাম ধর্ম শিক্ষার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে আল কোরআন শিক্ষাকে অন্তর্ভুক্ত করা।
    ৭। শিক্ষার সর্বস্তরে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক ও আবশ্যিক করা।
    ৮। শ্রেণিকক্ষে অন্যান্য আবশ্যিক বিষয়ের মতই ইসলাম শিক্ষাকে মূল্যায়ন করা এবং বোর্ড পরীক্ষায় ইসলাম শিক্ষাকে অন্তর্ভুক্ত করা।
    ৯। স্কুল ও মাদরাসার সকল পাঠ্যপুস্তক অপ্রয়োজনীয় ও অশ্লীল চিত্রমুক্ত রাখা।
    ১০। যেহেতু সাধারণ জনগণ এদেশের মোট শিক্ষা ব্যয়ের ৭১% বহন করেন, যা ইউনেস্কো জরিপে এসেছে, সেহেতু জোর করে চাপিয়ে দেয়া শিক্ষাব্যবস্থা নয় বরং এদেশবাসীর ধর্মীয় চেতনার অনুকূল শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ