• রাজশাহী বিভাগ

    চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ।

      প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২২ , ৪:৪৩:৪৬ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী ঘাটে সকার নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেন পদ্মা ওপরের সাধারণ খেটে খাওয়া মানুষ। সরকার নির্ধারিত ভাড়া ৪০ টাকা হলেও নেওয়া হচ্ছে ৫০ টাকা ,যা ১০থেকে ১২ বছরের স্কুল শিক্ষার্থীদেরও দিতে হচ্ছে একই হারে।এছাড়াও এই ঘাটে কোনো মূল্য তালিকা না থাকার কারনে বাড়তি গুনতে হচ্ছে বিভিন্ন মালামালের ভাড়া।যেমন,,এক বস্তা বা ৫০ কেজি ধানের বস্তার ভাড়া নেওয়া হয় ৬০ টাকা,

    এক বস্তা আটা বা ময়দার ভাড়া ৫০টাকা,৭০লিটারের একটি জারকিন অথবা ড্রামের ভাড়া ১২০ টাকা,একটি সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের ভাড়া ৫০ টাকা,একটি ছাগলের ভাড়া ৫০টাকা, একটি বাকসর ভাড়া ৪০০ টাকা,একটা খাটের ভাড়া ৫০০টাকা একটি জানালা অথবা দরজার ভাড়া ১০০০ টাকা, এমনকি একটা ডাবের ভাড়া নেওয়া হয় ২ টাকা।তারা আরো বলেন,যদি হাতে করে ৫ কেজি কোনো ব্যাগ নিয়ে আসে তারও ভাড়া ২০টাকা।আজ থেকে ৩ মাস আগে এ সবগুলোর ভাড়া ছিল অর্ধেক।

    এছাড়াও তারা আরো অভিযোগ করেন যে,একটি নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশী মানুষ ও মালামাল পরিবহন করা হয়।যার ফলে প্রায়ই ঘটে নৌকা ডুবির ঘটনা। এ ব্যাপারে ঘাটের ইজারা মালিকের সঙ্গে কথা বললে তারা বলেন, ডিজেল তেলের দাম বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানো হয়েছে।এছাড়াও চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা ইফ্ফাত জাহান বলেন,শীগ্রই মূল্য তালিকা টাঙ্গানো হবে এবং ঘাটের ইজারা মালিকদের ডেকে বলা হবে,যেনো তারা সঠিক ভাড়া আদায় করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ