• আমার দেশ

    শ্মশান থেকে জামাকাপড় চুরি গ্রেফতার-৭

      প্রতিনিধি ১০ মে ২০২১ , ৭:৫৭:৩৩ প্রিন্ট সংস্করণ

    উর্ধমুখী সংক্রমণ ও মৃত্যুতে নাকাল ভারতে বেশিরভাগ প্রদেশ। বিভিন্ন রাজ্যের পাশাপাশি উত্তর প্রদেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার।মরনব্যাধী করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে আবারও কারফিউ’র সময়সীমা বেড়েছে ১৭ মে পর্যন্ত।
    চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের ভাগপাত অঞ্চলে। করোনার আবহের মধ্যে শ্মশান ও কবরস্থান থেকে মৃতদের ফেলে দেওয়া কাপর,সাদা থান,বিছানারচাদর সহ অন্যান্য জামাকাপড় চুরি করতো।

    পুলিশ জানায় সাত জনের মধ্যে ৩জন একই পরিবারের সদস্য। তারা বিগত ১০ বছর যাবৎ চুপিসারে এই কাজ করে আসছিলো।

    ধৃতেরা চুরিকরে আনা জামাকাপড় ধুয়ে পরিষ্কার করে ‘গোয়ালিয়র’ কোম্পানির লেভেল লাগিয়ে বিক্রি করতো।শ্মশানের পাশে থাকা দোকানদারদের সাথেও চুক্তি থাকতো।এ কাজ বাবদ প্রতিদিন ৩০০রুপি করে পেত।
    স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধৃতদের হাতেনাতে গ্রেফতার করে।অভিযুক্তদের কাছ থেকে ৫০০টি চাদর
    ১২৭ টি কোর্তা ৫২ টি সাদা থান বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
    প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করে অভিযুক্ত ৭জন করোনা সংক্রমিত হতে পারে।
    ২৪/৭

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ