• Uncategorized

    রাবির অধ্যাপক ড.তাহের হত্যার ২ আসামির ফাঁসি বৃহস্পতবিার রাতে

      প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ১২:৩০:৩২ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাহের হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত দুই আসামির ফাঁসি বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে কার্যকর হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৬ জুলাই) এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাতে ফাঁসি কার্যকরের কথা ছিল বলে কারাগারের ফটকে বিপুলসংখ্যক গণমাধ্যম কর্মী ভিড় জমালেও শেষ পর্যন্ত মৃত্যুদÐ কার্যকর করা হয়নি। দুই আসামির ফাঁসি বৃহস্পতিবার রাতে কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছে রাজশাহী কেন্দ্রীয় কারাগার।

    ফাঁসি কার্যকরে মঞ্চ ও জল্লাদ প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে থাকা অধ্যাপক ড. তাহের আহমেদ হত্যা মামলার ফাঁসির আসামি ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের ফাঁসির সময় ঘনিয়ে এসেছে। যেকোন সময় তাদের ঝুঁলতে হবে ফাঁসির দড়িতে। এ জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

    স্মরণকালের মধ্যে এই প্রথম দুই আসামির ফাঁসি একই মঞ্চে হতে যাচ্ছে। কারণ এই কারাগারে ফাঁসির মঞ্চ রয়েছে একটিই। মঙ্গলবার মহড়াও করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে দুজনের ফাঁসি কার্যকর করা হবে, নাকি পর পর হবে- তা নিয়ে ভাবছে কর্তৃপক্ষ। তবে ফাঁসি কার্যকরে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। এর অংশ হিসেবে ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা কারাগারে গিয়ে তাদের সঙ্গে শেষ দেখা করেছেন। কারা কর্তৃপক্ষ চিঠি দিয়ে তাদের পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য আহবান করেছিল। মঙ্গলবার দুজনের পরিবারই সাক্ষাৎ করেছে।

    এদিকে,ফাঁসি কার্যকরের বিষয়ে দিনক্ষণ ঠিক করে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। একই দিনে দুই আসামির ফাঁসি কার্যকর করতে চায় কারা কর্তৃপক্ষ। আইন ও বিধি অনুযায়ী সুবিধামতো সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। একজন আসামির ফাঁসি কার্যকর করতে চার জল্লাদের প্রয়োজন হয়। এদের মধ্যে একজন প্রধান জল্লাদের দায়িত্ব পালন করেন। বাকি তিনজন তাকে সহযোগিতা করেন। তাই মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীরের জন্য আটজন জল্লাদকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা মহড়াও করেছেন। এই আট জল্লাদের তালিকায় আছেন, ইসলাম, আলম ও ওয়াহাব। বাকিদের নাম জানা যায়নি।

    জল্লাদরা যাবজ্জীবন কারান্ডপ্রাপ্ত আসামি। কঠোর গোপনীতা ড. মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসির প্রক্রিয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছে কারা কর্তৃপক্ষ। তবে আজ ফাঁসির সময় সম্পর্কে অবগত করে কারা কর্তৃপক্ষ। গতকাল পরিবারের সদস্যরা দেখা করতে গেলে কারা ফটকে ভিড় জমান গণমাধ্যমকর্মীরা।

    ঘটনা প্রবাহ ও মামলার বিবরণ সুত্রে জানাগেছে, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি নিখোঁজ হন অধ্যাপক তাহের আহমেদ। পরদিন ২ ফেব্রæয়ারি বাসাটির পেছনের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় অধ্যাপক এস তাহের আহমেদের গলিত মরদেহ। ৩ ফেব্রুয়ারি তার ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অধ্যাপক তাহেরের সহকর্মী সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম সালেহী ও স্থানীয় জাহাঙ্গীর আলমসহ আটজনকে গ্রেপ্তার করে। ২০০৭ সালের ১৭ মার্চ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এ হত্যা মামলায় ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রæত বিচার আদালতের বিচারক চারজনকে ফাঁসির আদেশ ও দুজনকে খালাস দেন।

     

    দন্ড প্রাপ্তরা হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত ও খনি বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপক ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম, তার ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের স্ত্রীর ভাই আব্দুস সালাম। তবে বিচারে খালাস পান রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম সালেহী ও জাহাঙ্গীরের বাবা আজিমুদ্দিন মুন্সি।পরবর্তীতে দন্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করেন। আপিল বিভাগ মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের রায় বহাল রাখলেও আসামি নাজমুল আলম ও নাজমুল আলমের স্ত্রীর ভাই আব্দুস সালামের সাজা কমিয়ে যাবজ্জীবন করেন। তবে আপিলে সাজা কমে যাবজ্জীবন হওয়া দুই আসামির দন্ডবৃদ্ধি চেয়ে আপিল করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে ২০২২ সালের ৫ এপ্রিল আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায়ই বহাল রাখেন।

    আরও খবর

    অর্ধ নবনির্মিত ইটের বাড়ি রাতের অন্ধকারে ভাংচুর। 

    বিনা অযুতে স্মার্টফোনের স্ক্রীনে কুরআন মাজিদ স্পর্শ করার বিধান লিখেছেন- মুফতি ফরীদুল হক (দা.বা.)

    চেয়ারম্যান নওশেদ আলী’র মৃত্যুতে সাংসদ সেলিম ওসমানের শোক

    পটুয়াখালীর লোহালীয়া নদীতে ব্রীজের নির্মান কাজ বর্ধিত সময় সম্পন্ন করার তাগিদ। মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার লোহালীয়া নদীর উপর নির্মানাধীন ব্রীজের ১৪টি স্প্যান বিশিস্ট ৫৭৬.২৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজের অসমাপ্ত নির্মান কাজ বর্ধিত সময় ২০২১ সনের জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিস্ট ঠিকাদারকে তাগিদ দিলেন  ২৩ আগস্ট রবিবার সকালে ব্রীজ পরিদর্শনে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য মোঃ জাকির হোসেন আকন্দ।  এ সময় সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত সাংবাদিকদের বলেন, মহামারি করেনা ও দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে ব্রীজ নির্মানের  নির্ধারিত সময় ডিসেম্বর মাসে কাজ সম্পন্ন করার সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু করেনা ও ঝড়, বৃষ্টির কারনে ব্রীজের কাজ ব্যহত হয়। এ কারনে ব্রীজ নির্মানের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নবারুন ট্রেডার্স এন্ড আবুল কালাম আজাদ (JV) কে বলা হয়েছে।  এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জি এম সরফরাজ, এলজিইডি পটুয়াখালীর নিরবাহী প্রকৌশলী মোঃ আবদুস সত্তার, সিনিয়ার সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী  মোঃ মইনুল ইসলাম প্রমুখ। এর আগে সচিব মোঃ জাকির হোসেন আকন্দ মুজিব জন্ম শত বর্ষ উপলক্ষে এলজিইডি কার্যালয়ের সামনে বকুল ফুল গাছের চারা রোওন করেন।  প্রকাশ উক্ত ব্রীজটি নির্মানে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা, চুক্তি মূল্য ৪৭.১৯ কোটি টাকা। এ ব্রীজটি নির্মান হলে জেলার বাউফল, দশমিনা, গলাচিপা ও ভোলা জেলার সাথে যেগাযোগে সহজ হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে হাজার হাজার মানুষ।এমনটাই আশা করছেন স্থানীয় জনসাধারণ।

    সাবেক ভাইস চেয়ারম্যান শের আলম দুই হত্যা মামলায় জামিনে মুক্ত হলেন।

    সিলেট বিভাগের উন্নয়নের রুপকার এম সাইফুর রহমান ১১তম মৃত্যু বাষিকী পালন,

                       

    জনপ্রিয় সংবাদ