• সাহিত্যে

    ‘স্বপ্নময় স্বদেশ’ মোছাদ্দেকুর রহমান

      প্রতিনিধি ১ জুন ২০২২ , ৯:১২:২০ প্রিন্ট সংস্করণ

    ‘স্বপ্নময় স্বদেশ’ মোছাদ্দেকুর রহমান

    স্বপ্নময় স্বদেশ
    মোঃ মোছাদ্দেকুর রহমান

    আজ স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে এসে
    দেখতে হয় কত যে মানুষ থাকে না খেয়ে উপোসে।
    কত লোকের আত্মচিৎকার, দুঃখ-কষ্ট, দুর্দশা,
    আহাচারি তবে স্বাধীনতা কী শুধুই তামাশা?

    কত অনাথ পথ শিশুর রাস্তায় কাটে জীবন,
    সুবর্ণ জয়ন্তীতেও কেন যে হলো না আবাসন।
    কেন এতো কষ্ট, কেন পথে-পথে ঘোরে পথ শিশু?
    স্বাধীনতার এতো বছরেও কেন আমরা অসহিষ্ণু?

    পত্রিকায় চোখ বোলালেই হত্যা, ধর্ষণ, লুণ্ঠন-
    মানুষ-মানুষে ছিন্ন কেন যে ভ্রাতৃত্বের বন্ধন!
    স্বাধীনতার পরেও কেন সন্ত্রাসী কর্মকাণ্ড?
    সুবিচার যে কোথায় পাব, হবে কি তাদের দন্ড?

    যেন প্রাণের শত্রু ভিন্ন মত-পথ, ভিন্ন দল,
    ছড়ায় শুধু শত্রুতা, ছড়ায় শুধু অস্ত্রের বল।
    শিক্ষা থেকে রাজনীতি সবখানে রেষারেষি কোন্দল।
    সব বিভেদ ভুলে কে সাহসী সে জাতি গড়বে বল?

    দেশপ্রেমিক সবে সাজে বটে, দেশের কাজে নারাজ,
    সেবার নামে পকেট ভরা,কতক জনের কাজ।
    এইসব অভিশাপ থেকে যে কবে মুক্ত হবে দেশ?
    কবে হবে বঙ্গবন্ধুর সে স্বপ্নের সোনার দেশ?

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ