• সাহিত্যে

    ‘সাহসী সৈনিক’ শাহনেওয়াজ শাহ্

      প্রতিনিধি ১ জুন ২০২২ , ৯:২৬:৪০ প্রিন্ট সংস্করণ

    সাহসী সৈনিক
    শাহনেওয়াজ শাহ্

    আমি অন্যায়ের দ্রোহী প্রতিবাদের শক্তি
    হুশিয়ার করি ধ্বংস করব জালিমের হাত দুটি।
    মজলুমরা একদিন মাথা নাঁড়া দিয়ে উঠবে
    অত্যচারির অত্যাচার কড়া হাতে রুদ্ধ করবে।

    ক্ষমতাসীনরা কখনোই রেহাই পাবে না
    সত্যের পথে যারা লড়ে তাঁরা পরাজিত হয় না।
    সৈনিকেরা নিঃস্বার্থে ও জনস্বার্থে লড়ে
    প্রতিবাদ করতে গিয়ে রাঘব বোয়ালের মোকাবেলা করে।

    যতই দেও মিথ্যা মামলা আর হামলা
    বীর সেনাদের দমিয়ে রাখতে পারবে না।
    মৃত্যুর আগে মিথ্যার কাছে মানব না পরাজয়
    সত্য বলে প্রাণ দিতে করব না কভু ভয়।

    বেঁচে থেকেও হাজারবার ভীতুরা মরে
    মরে গিয়েও সাহসী সৈনিক সবার অন্তরে বেঁচে থাকে।
    বিদ্রোহী প্রাণ নিস্তব্ধ নয় লড়াই করে বাঁচে
    জাগতিক এই জগতে আলোড়ন সৃজন করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ