• সাহিত্যে

    ‘বিদায় যাত্রা’ কলমে-প্রণব মন্ডল

      প্রতিনিধি ২৭ মে ২০২২ , ১১:৩৯:০৯ প্রিন্ট সংস্করণ

    কবিতা: বিদায় যাত্রা
    কলমে-প্রণব মন্ডল

    আকাশ কাঁদছে বাতাস কাঁদছে মাতা শুনি,
    আজ বুঝি ছেড়ে যাবো আমার জন্মভূমি
    আমার দেশের মাটিতে আমি খেলেছি কত খেলা,
    সেই মাটিতে সাঙ্গ হলো আমার জীবন খেলা
    বিশ্ববাসী মর্মভেদী করিছে ক্রন্দন;
    এবার বুঝি ছেড়ে যাবো আমার মাতৃভূবন
    নিশি শেষে সূর্য যখন ওঠে দিগন্তে,
    মোর জীবনের আলো নিভবে তখন সীমান্তে
    শোন পশুপাখি ,শোন তরুলতা
    মাতৃভুবন ছেড়ে যাওয়ার ব্যাথা ;
    অক্ষুন্ন প্রেমের পথে করছি যাএা আমি
    বিদায় চির বিদায় হে বিশ্ব আমি
    হে আমার মাতৃমাটি, মাতৃভুবন
    তোমার কাছে করলাম আমি আত্নসমর্পন ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ