• জনপদ

    ৫টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন আ,স,ম ফিরোজ এমপি

      প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:০৮:০২ প্রিন্ট সংস্করণ

    মো মহসিন মীর-বাউফল প্রতিনিধিঃ

    পটুয়াখালী বাউফলে একসঙ্গে ৫ট রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ স ম ফিরোজ

    রবিবার (৪ফেব্রুয়ারি ) দুপুরে নিজ নির্বাচনী এলাকা বাউফল উপজেলার বগা,কাছিপাড়া, ভরিপাশা,কাশিপুর,মিলঘর, মাধবপুর,মমিনপুর হাজিরহাট ও কালাইয়া ইউনিয়নে এসব নতুন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় ইউএনও বশির গাজী, বাংলাদেশ আওয়ামীলীগ উপকমিটির সদস্য রায়হান শাকিব,উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ মাস্টার,ডা.ইয়াকুব শরিফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির,বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি)শোনিত কুমার গায়েন,বগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমতিয়াজ সহ বগা ইউনিয়ন আওয়ামীলীগের অংঙ্গ সংগঠন ও সংশ্লিষ্ট ঠিকাদাররা উপস্থিত ছিলেন

    উদ্বোধন শেষে বগা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কর্মি সহ রাস্তায় দারিয়ে বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ বলেন, তার নির্বাচনী এলাকা অনেক উন্নয়ন হয়েছে। আরও অনেক রাস্তা উদ্বোধন ও অনুমোদনের অপেক্ষায় রযেছে। শেখ হাসিনার নিবেদিত একজনকর্মী হওয়াই আমার আত্মপরিচয় উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের নেত্রী হিসেবে আন্তর্জাতিক দুনিয়ায় শেখ হাসিনা প্রশংসিত হয়েছেন। এ উন্নয়ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে বলেই সম্ভব হয়েছে। একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন তিনি। এ যাবৎকালে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে দার্শনিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতেই সব উন্নয়ন অর্জন হয়েছে। উপস্থিত জনতা দুই হাত তোলে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান। 

    উদ্বোধন করা নতুন রাস্তাগুলো হলো “বগা আরএন্ড এইচ হতে বাহেরচর ডিসি ভায়া কাছিপাড়া বাজার সড়ক ১৩.২৫০ কিঃমিঃ,বাহের চর জিসি হতে মমিনপুর জিসি ভায়া কালিশুরি জিসি সড়ক ১৪.০০ কিঃমিঃ,মমিনপুর জিসি হতে কালাইয়া জিসি ভায়া ভরিপাশা সড়ক ১৪.৭৫০ কিঃ মিঃ,কালাইয়া জিসি হতে হাজিরহাট (আপ টু কাশিপুর বাধ) সড়ক ১৮.৯২০ কিঃ মিঃ,আদাবারিয়া মিলঘর হতে বগা আর এন্ড এইচ ভায়া মাধবপুর বাজার সড়ক ৮.২৮০ কিঃ মিঃ ৮ফুট পাকা সহ ২৪ ফুট প্রস্থ ৬৯ কিঃ মিঃ সড়ক উন্নয় কাজ বাস্তাবায়ন করা হবে,যার উন্নয়ন ব্যয় ১৭০ কোটি ৫০ লক্ষ টাকা । কাজটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাউফল পটুয়াখালী,কাজটি বাস্তবায়ন হতে ৫ (পাঁচ) বছর সময় লাগবে ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ