• বরিশাল বিভাগ

    হিজলায় কাঠের সেতু দুর্ভোগ জনগণের

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২২ , ৯:৩৫:২৩ প্রিন্ট সংস্করণ

    মুফতী আঃ কাদের কারিমী-হিজলা উপজেলা প্রতিনিধি:

    বরিশাল জেলার হিজলা উপজেলার প্রান কেন্দ্র বলত বুঝানো হয় হিজলা সরকারি কলেজ বা তার আশপাশ এলাকাকে।
    ঠিক হিজলা কলেজের অতি নিকটেই নির্মাণ করা হয় মেহেন্দীগন্জ উপজেলার আন্দার মানিক এবং হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুরের মানুষ চলাচলের জন্য নিজেদের অর্থয়নে কাঠের সেতু,যা দ্বারা দৈনিক হাজারো মানুষ পার হলেও পার করাতে পারছেনা যানবাহন যার কারনে বিপদে হাজারো জনগন। হিজলার ওপার মেহেন্দিগন্জ থানার অন্তর্ভুক্ত হলেও হিজলার বাউশিয়া গ্রাম নদী ভাঙ্গনে প্রচুর পরিমাণ মানুষ বসবাস করছে সেখানে।

    এখন যদিও কাঠের সেতু, কিন্তু কিছু দিন পূর্বে সেখানে ছিলো বাশের শাকো।এলাকাবাশীর সাথে কথা বলে জানতে পারলাম যে, হিজলার এই প্রান কেন্দ্রে এত কষ্টে মানুষ যাতায়াতের পরেও সমাজের কর্মকর্তাদের বা জনপ্রতিনিধিদের থেকে এই দুর্ভোগ লাগবের জন্য পায়নি তারা কোন আশ্বাস। তাই জনপ্রতিনিধিদের নজর কাড়তে নিজেদের অর্থ ব্যায় করে নির্মাণ করেছে কাঠের সেতু।জনপ্রতিনিধিদের প্রতি এলাকাবাসীর একটাই দাবী অতি দ্রুত তাদের কষ্টের কথা বিবেচনা করে তাদের কষ্ট লাগবের জন্য যেন কোন একটা ব্যবস্থা করে দেয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ