• আইন ও আদালত

    হত্যা মামলায় আপন পাঁচ ভাইয়ের যাবজ্জীবন

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ৪:১৮:৫৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ তানভীর হোসাইন- মসদর কুষ্টিয়া (প্রতিনিধি):

    জেলার দৌলতপুরে জমি ক্রয় সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ওয়াজেদ আলী নামে এক ব্যক্তি কে কুপিয়ে হত্যার দায়ে আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া দিয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

    যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত বকস মণ্ডলের ছেলে গোলাম মোস্তফা, জানবার, আব্দুল মান্নান মন্ডল,হান্নান ও আলাউদ্দিন। তাদের মধ্যে হান্নান পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

    মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ৪ সালের ১৪ মার্চ দিবাগত রাতে জমি ক্রয় সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আসামিরা হাসুয়,ছোরা,তরবারি, রামদা, বাঁশের লাঠি, রড ইত্যাদি অস্ত্র দিয়ে ওয়াজেদ আলীর উপর তারা আক্রমণ করেন। ওয়াজেদ আলীরকে তারা এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন নিহতের ছেলে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন।

    তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলার সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামীদের এই রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ