• Uncategorized

    ওসি কামরুল ফারুকের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে

      প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২০ , ৪:৩৫:৪২ প্রিন্ট সংস্করণ

     

    সাদ্দাম হোসেন মুন্না-নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

    নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক যোগদানের পর থেকেই সফলতা অর্জন করে নিয়েছেন সাধারণ মানুষের মনে। তিনি সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের পর থেকে নিজ যোগ্যতা আর দক্ষতার বলে সিদ্ধিরগঞ্জের সচেতন ও সাধারণ এলাকাবাসীর মন জয় করেছেন। সেই সাথে একজন সফল ওসি হিসেবে যত গুণাবলী প্রয়োজন তা তিনি দেখাতে সক্ষম হয়েছেন। দাগী অপরাধীদের অপরাধমূলক কর্মকাণ্ডের লাগাম টেনে ধরেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

    সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুকের নেতৃত্বে থানার বেশির ভাগ পুলিশ সদস্যরা অপরাধীদের কঠোর হাতে দমন করছেন। সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডে থানা পুলিশের টহল থাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমেছে বলে জানান এলাকাবাসী।

    আগে অলিতেগলিতে বিভিন্ন অপরাধীরা হরহামেশাই অপরাধে লিপ্ত থাকায় অতিষ্ঠ ছিলো এলাকাবাসী। যেসব এলাকায় অপরাধীদের আড্ডা ছিলো সেসব এলাকার অপরাধীদের আখড়ায় ওসি কামরুল ফারুক নিজেই অভিযান করেছিলেন।

    এলাকাবাসী বলেন, আগের তুলনায় সিদ্ধিরগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। থানা পুলিশের টহল বৃদ্ধি করায় অপরাধীদের আনাগোনা কমেছে। প্রতিদিন যদি নিয়মিত থানা পুলিশের তৎপরতা থাকে তাহলে অপরাধীরা অপরাধ কর্মকাণ্ড করতে সুযোগ পাবেনা। পরোয়ানাভুক্ত দাগী আসামি, মাদক ব্যবসায়ী , মাদকসেবী এলাকা ছেড়ে দিয়েছিলেন।

    আবার তার নেতৃত্বে গ্রেপ্তারও হয়েছেন।সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক ২০১৯ সালের ৪ আগষ্ট যোগদানের পর থেকে থানা এলাকায় মাদক ব্যবসায়ী, তৈল চোর, চাঁদাবাজ, ভুমিদস্যুসহ সকল অপরাধ কমে এসেছে।

    থানা এলাকায় চুরি, ডাকাতিসহ ছিনতাইয়ের মত অপরাধ তার কঠোর হস্তক্ষেপে সহনশীল পর্যায় রয়েছে। বিভিন্ন অপকর্মে  দ্রুত ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসী ওসি কামরুলের প্রশংসা করছেন। তবে এক শ্রেণীর লোকজন অপকর্ম করতে না পেরে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।

    সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে অনেক অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীকে সেবা প্রদান করার জন্য সব সময় প্রস্তুত। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ধরতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে পুলিশ অভিযান করছে। সিদ্ধিরগঞ্জে যতদিন আছি ততদিন অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। অপরাধী যত বড় প্রভাবশালী হউক অপরাধ করলে ছাড় নেই। পুলিশ সুপারের নির্দেশে আমি অপরাধীদের বিরুদ্ধে কাজ করতে বদ্ধপরিকর।

    ওসি কামরুল ফারুক আরও বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আহবান থাকবে। পুলিশকে যদি অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়া হয় তাহলে পুলিশ এসব অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পারবে। তাহলে এ দেশ একদিন অপরাধ মুক্ত দেশে রূপান্তরিত হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ