• Uncategorized

    দেশে করোনা শনাক্তের আজ ১ বছর

      প্রতিনিধি ৮ মার্চ ২০২১ , ৭:৫৮:৪৯ প্রিন্ট সংস্করণ

    ২০১৯সালে”র ডিসেম্বরে চীনের উহান শহরে আভির্বাব ঘটে মরন ভাইরাস করোনা।এ-ই ভাইরাসে চীনে মৃত্যুবরণ করে কয়েক লক্ষের ও বেশি মানুষ। এরপর ভাইরাস ছড়িয়ে পড়ে ইউরোপ,আফ্রিকা সহ দক্ষিন, ও দক্ষিন পূর্ব এশিয়ার দেশ সমূহে।এবং সেই সাথে ছড়িয়ে পড়ে বাংলাদেশে ও।গত বছরের ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।এ-ই একবছরের ব্যবধানে ৫লক্ষ ৫০হাজার ৩শত ৩০জন করোনা রোগী শনাক্ত হয় বাংলাদেশে।মৃত্যুবরণ করেন ৮হাজার ৪শত ৬২জন।এছাড়া সুস্থতা”র হার ৯১ দশমিক ৪০%।সবমিলিয়ে বাংলাদেশ সরকারের যুগোপযোগী পদক্ষেপে অন্যান্য উন্নত রাষ্ট্রের চেয়েও দ্রুত সময়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ