• Uncategorized

    হতদরিদ্র মানুষের কর্মসংস্থান হাট।

      প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২১ , ১১:২৩:৪৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ ওয়াসিক বিল্লাহ-নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ

    নান্দাইল উপজেলার ময়মনসিংহ – কিশোরগঞ্জ
    রোড ঝালুয়া বাজার ব্রিজে এমনি একটি হাট বসে।নান্দাইল উপজেলায় ঝালুয়া বাজারে বসছে শত শত মানুষ তারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য স্থায়ীভাবে প্রতি দিন এমন ভাবে হাট বসছে। এটা কোনো খাবার বা পন্য সামগ্রি হাট নয়। এখানে, তারা টাকার বিনিময়ে অন্য জনের ধান খেত কেটে দিচ্ছে।

    এবং বিভিন্ন ধরনের কাজ করে দেয়।কর্ম কোনোটা ছোট নয়। তাই তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে আসে। তাদের কে একদিনের কাজের জন্য ৬০০ থেকে ৭০০শত টাকা দিতে হয়।এই বাজার বসে সকাল ৬টা থেকে প্রায় ৮টা পর্যন্ত।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ