• Uncategorized

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় এনজিওর মাধ্যামে রান্নার গ্যাস সরবরাহ বন্ধ

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ১:০০:৩৭ প্রিন্ট সংস্করণ

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় এনজিওর মাধ্যামে রান্নার গ্যাস সরবরাহ বন্ধ নিজেশ
    সকলের দিষ্ট আকর্ষণ করতেছি।ঃবিষয় চুলার গ্যাস প্রিয় দেশবাসী আপনারা একটা বিষয় নিয়ে অবগত আছে? ২০১৭ সালে রোহিঙ্গা বাংলাদেশ চলে আসেন, মানবতা দেখার জন্য আমার কক্সবাজার জেলার উখিয়া উপজেলাবাসী যার যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানুষ বলে। তাদের থাকার জন্য যায়গা করে দেন মানবতার ডানে। এই রোহিঙ্গা জনগোষ্ঠী বাঁচাতে স্থান করে দেওয়া হয় উখিয়া টেকনাফের সুনালী বন বিভাগ। ফলে ক্ষতি গ্রাস্ত হয় স্থানীয় মানুষের। এই বন বিভাগ থেকে কাট কেটে জীবন চালাতো প্রায় ৬০%মানুষ। আজ মানবতা দেখাতে গিয়ে স্থানীয় সাধারণ মানুষ দুঃখ কষ্ট করে জীবন কাটাছে।বর্তমানে এমন অবস্থা উখিয়া টেকনাফের মানুষের যা বলা কঠিন। এখন স্থানীয় মানুষ রোহিঙ্গা আর রোহিঙ্গা বাংলাদেশী। রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে কথা বললে বুঝা যায় তারা অনেক সুখে আছে তারা বাংলাদেশ থেকে যাবেনা এইটা নাকি তাদের দেশ। বর্তমানে রোহিঙ্গারা চাকরি শিক্ষা ব্যাবসাপ্রতিষ্ঠান চালায় এইটা এইটা মানবতার বাপ এনজিওর অবধান। আজ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই রোহিঙ্গা সারা ফলে গাছ পালা না থাকার কারণে রোহিঙ্গা আাসার ৬মাস পরে এনজিও IOM distributing এর মধ্যে স্থানীয় সাধারণ পরিবারে রান্না গ্যাস বিতরণ করে ধন্যবাদ জানায়।কিন্তু বিগত তিন মাস ধরে গ্যাসসরবরাহ বন্ধ কিন্তু কেন রোহিঙ্গাদের জন্য বাজেট থাকে কোটি কোটি টাকার। সাধারণ মানুষের জন্য কেন সামান্ন টুকু বাজেট শেষ হয়ে যায় কিন্তু কেন? আজ তিন মাস ধরে গ্যাস ছাড়া কিভাবে রান্না করে খাচ্ছে সাধারণ মানুষ চিন্তা করে দেখেন প্লিজ। কিছু বাড়িতে বাড়িতে পুরাতন কাপড় দিয়ে রান্না করতেছে। এই বিষয়ে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের কোন মাথা ব্যাথা নেই বললে চলে তারা তাদের পেট মুটা করতেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ