• সাহিত্যে

    ‘সে আসবে বলে’ কলমে-মাওলানা সালেহীন

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ২:৪০:১০ প্রিন্ট সংস্করণ

    সে আসবে বলে
    কলমে-মাওলানা সালেহীন

    আমি চেয়ে আছি পথপানে,আশাতে তাহার,
    ধন্য হবো মায়াবি বদন
    দেখিয়া যাহার।
    ধৈর্যহারা হয়ে আছি মনো পাগল পাড়া,
    অপেক্ষা মান আজো যার,পাবো একটু সাড়া।
    তাই সাজিয়েছি আজ মনের হরসে,দেখাব আমি তাকে,
    চলিতে চলিতে অধৈর্য গীতি, গাইতেছি পথ বাকে।
    সে আসবে বলে,
    গেথেছি গোলাপ মালা পরাবো তার গলে।
    কত বন-জঙ্গল, কত নদী -খাল, আরো যা ছিল বাকি,
    সব বাধা পেড়িয়ে এনেছি মুক্তা,যতনে তাহা রাখি।
    ভালোবাসি বলে আর কতক্ষণ, পথ চেয়ে বলো রই,
    সে ছাড়া মোর মনের দুঃখ কইবার মানুষ কই।
    তারো আশাতে আমি,এখনো অপেক্ষামান.
    দেখিয়া বদন লুটিয়ে চরণে,জুরাইতাম মোর প্রাণ।
    সে আসবে বলে,
    মন যে আমার বেকুল হয়ে,অচিন দেশে চলে।
    পরিহার মোর আহার-নিদ্রা,চেয়ে পথ ধারে,
    কারে বা সুদাই,দেখিয়াছো কি মোর, প্রাণো বন্ধুয়ারে।
    যাবে বুঝি মোর প্রাণো বায়ু, পরিয়া রবে দেহ্,
    সে বিনে মোর, নেই যে আর,তালাশ নিবে কেহ্।
    তিনি যে মোর রক্তে-মাংসে মিশিয়া একজন,
    হতে পারে মোদের দু’টি দেহ্,তবুও একটি মন।
    সে আসবে বলে,
    মন যে আমার আবেগ ভরা, কত কথাই বলে।
    হব তাহার চরণ দাসী, বলব মনের কথা,
    ঘুচাইবো যন্ত্রণা সব,মনের যত ব্যাথা।
    চুমবো তাহার রাঙা চরণ, মিটিয়ে মনের স্বাদ,
    বাসবো ভালো তুলনাহীন, দ্বীবা আরো রাত।
    ইতি আসিয়া মুই,আরো কিছু কথা এথায় লিখিয়া রাখি,
    না আসুক আর, আশা নাই তাঁর, মরন কালে যেন দেখি।
    ফিরিয়া যদি আসি আবার, এই ভুবনো মাঝারে,
    পাগল বেশে, পথে পথে আমি,খুজিতে থাকবো তারে।
    শুধু সে আসবে বলে