• কৃষি

    সুজানগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন : শাহীনুজ্জামান

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৪৯:৫৯ প্রিন্ট সংস্করণ

    মেহেদী মাসুদ-পাবনা:

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে,২০২৩-২৪ অর্থ বছরে খরিফ -২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

    উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন।স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহে আলম। ৫ কেজি বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি করে ৪ শত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ