• আইন ও আদালত

    বেলকুচিতে ভুমি অফিস স্থানান্তরের দাবিতে মানব বনন্ধন।

      প্রতিনিধি ৪ জুলাই ২০২২ , ১১:৩৯:৫৮ প্রিন্ট সংস্করণ

    রবিবার (৩ জুন/২২ইং) সকাল ১০টার সময় উপজেলার দৌলতপুর ইউনিয়ন ভূমি অফিস তেঁয়াশিয়া গ্রামে পূর্বের স্থলে স্থানান্তরের দাবিতে এনায়েতপুর-সয়দাবাদ আঞ্চলিক সড়কের বেলকুচির চালাতে অনুষ্ঠিত ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়। এতে শহিদুল বুলবুল কলেজের শিক্ষক আইয়ুব আলী মোল্লার সভাপতিত্বে সৈয়দ আলী মন্ডল, রেজাউল করিম আকন্দ, রফিকুল ইসলাম ভুট্টো, আব্দুল কাদের জিলানী, বক্তব্য রাখেন।

    এসময় বক্তারা বলেন, প্রথমাবস্থায় তেঁয়াশিয়ায় দৌলতপুর ইউনিয়ন ভূমি অফিস ছিল। পরবর্তীতে সকলের অজান্তে কামারপাড়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে তা বেলকুচি পৌরসভার মধ্যে অবস্থান করায় আবারও ভুমি অফিসটি স্থানান্তরের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। পূর্বের তেঁয়াশিয়ায় না নিয়ে অজুহাতে দৌলতপুর গ্রামে এর ভবন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    কোন ভাবেই তেঁয়াশিয়ার বাইরে ভূমি অফিস স্থানান্তর করতে দেয়া হবে না। বক্তারা অভিযোগ করে বলেন, ভূমি অফিসের নায়েব রেজাউল করিম ইউএনও এর কথা বলে ২ লাখ টাকা দাবী করেছেন। আমরা অপারগতা প্রকাশ করায় দৌলতপুরে স্থানান্তরের অপচেষ্টা চলছে। তবে আমাদের দাবী না মানলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ