• কৃষি

    সুজানগরে কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান কেটে দিলো কৃষি অফিস

      প্রতিনিধি ৩০ মে ২০২৩ , ৯:০৬:২৩ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে,
    ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে ৫০ একরের ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদের নিমিত্ত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদের কম্বাইন হার্ভেস্টারের সাহায্যে ধান কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে সমলয়ে চাষাবাদে কম্বাইন হার্ভেস্টারের সাহায্যে ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জামাল উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন।

    পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(উদ্ভিদ সংরক্ষণ) অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল মজিদ।স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম। আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা,কৃষক আব্দুল আজিজ প্রামানিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেন। অনুষ্ঠান শেষে কম্বাইন হার্ভেস্টারের সাহায্যে ধান কর্তন করে কৃষকদের ঘরে ধান তুলে দেওয়া হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ