• কৃষি

    মহাদেবপুরে কালবৈশাখী ঝড়ে ফসলের ক্ষতি, হতাশায় কৃষক

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২২ , ২:১২:০৯ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান-মহাদেবপুর প্রতিনিধি:

    নওগাঁর মহাদেবপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অনেক কৃষক হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। গত বুধবার রাত তিনটার সময় উত্তর-পশ্চিম কোণে থেকে উঠে আসা এ কালবৈশাখী ঝড় মহাদেবপুর উপজেলার উপর দিয়ে বয়ে যায়। এ ঝড়ে উপজেলায় বিভিন্ন স্থানে ইরি-বোরো ধানসহ,কলাবাগান ও গাছপালা ভেঙ্গে পড়েছে। বিশেষ করে ইরি-বোরো ধানের বেশি ক্ষতি হওয়ায় কৃষকের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় এবার রেকর্ড পরিমাণ ২৮ হাজার ৪০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন, ঝড়ে উপজেলায় প্রায় ৬শ হেক্টর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ