• কৃষি

    মহাদেবপুরে ইরিধানের মৌসুমেও বেড়েই চলেছে চালের দাম।

      প্রতিনিধি ২৬ মে ২০২২ , ১০:০৩:৫৮ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান-মহাদেবপুর প্রতিনিধি:

    নওগাঁর মহাদেবপুরে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ১০০ থেকে ২০০টাকা। জনগণ আশা করেছিল বাজারে ধানের সরবরাহ বাড়লে চালের দাম কমে আসবে কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। কৃষি অফিসের হিসাব অনুযায়ী নওগাঁর মহাদেবপুরে ধানের ফলন খুবই ভালোই হয়েছে। প্রাকৃতিক বৈরী আবহাওয়ার কারণে ক্ষতির পরিমাণ সামান্য হলেও ফলন ভালো হয়েছে। বাজারে আসতে শুরু করেছে নতুন ধানের চাল।

    নতুন চাল এলে স্বাভাবিকভাবে কিছুটা দাম কমে। কিন্তু এবার দেখা যাচ্ছে তার উল্টোটা।কয়েকদিনের ব্যবধানে মহাদেবপুরের পাইকারি বাজারে বস্তা প্রতি চালের দাম বেড়েছে ১০০থেকে ২০০টাকা।মিল মালিকরা বলছেন, কালবৈশাখী ও কয়েক দফা বৃষ্টিতে ক্ষতি হওয়ার বেড়েছে ধানের দাম এর প্রভাব পড়েছে চালের বাজারে। পাইকারি চাল ব্যবসায়ীরা বলছেন সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থাকায় তার তার প্রভাব পড়েছে চালের বাজারে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ