• দুর্ঘটনা

    ডিভাইডার ভেঙে মাইক্রোর ওপর বাস, এনা পরিবহনের চালক আটক

      প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২১ , ২:৫৫:১০ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্কঃ

    রাজধানীর খিলক্ষেত এলাকায় রোড ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা মাইক্রোর উপর উঠে পড়ার ঘটনায় এনা পরিবহনের সেই বাসচালককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, এ ঘটনায় চালককে মহাখালী বাস টার্মিনাল থেকে র্যা ব আটক করেছে। এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।

    দুর্ঘটনার পর খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ যুগান্তরকে জানিয়েছিলেন, দুর্ঘটনার পর এনা বাসের চালক পালিয়ে যায়। বিকালে ক্ষতিগ্রস্ত হওয়া মাইক্রোবাসের চালক শাহাদত হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া বাসটি আটক করা হয়েছে।

    তিনি জানান, বাসটি এনা পরিবহনের। ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে হোটেল লা মেরিডিয়ানের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়। এতে মাইক্রোটি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন মাইক্রোবাসের চালক। মাইক্রোবাসটিতে আরও ৪ জন ছিলেন- তাদের কেউ আহত হননি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ