• আইন ও আদালত

    পত্নীতলায় সরকারি চাল মজুদ ব্যবস্থা নেয়নি প্রশাসন

      প্রতিনিধি ১৪ মার্চ ২০২৪ , ৮:৫৭:১৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহআলম-ক্রাইম রিপোর্টার:

    নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরের নতুনহাট মোড়ে সৌখিন ট্রেডার্স ছানোয়ারের খুচরা চালের দোকানে ১১ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল মজুদ করে রাখার বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুনকে ফোন দিয়ে সরকারি চাল মজুদের বিষয়ে জানালে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি তিনি। 

    বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে ছানোয়ারের চালের দোকানে সাংবাদিকরা উপস্থিত হলে দেখা যায় অন্যান্য চালের পিছনে সরকারি চালের বস্তা মজুদ করে রাখা আছে। এসময় দেখা যায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান ও খাদ্য অধিদপ্তরের নাম লেখা ১১ টি চালের বস্তা দোকানের চালের পিছনে মজুদ করে রাখা আছে। 

    সরকারি চাল এর বিষয়ে দোকানদার ছানোয়ার হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
    আবারো পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুনকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে ছবি ও তথ্য পাঠালেও তিনি কোনধরনের রেসপন্স করেননি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ