• Uncategorized

    কৃষককের সোনালি ফসল ধান কেটে ঘরে তোলার স্বপ্ন দেখছে রংপুর অঞ্চলের কৃষকরা

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২১ , ১:২৯:২৬ প্রিন্ট সংস্করণ

    নুর হোসেন-রংপুর প্রতিনিধিঃ

    কৃষকের সোনালি ফসল ধান কেটে ঘরে তোলার স্বপ্ন দেখছে কৃষকরা রংপুর অঞ্চলের কৃষকরা করোনাকে ভয়কে যয় করে সোনালি ফসল ধান ঘরে তোলার স্বপ্ন দেখছে কৃষকরা রংপুরে মাঠের পর মাঠে জুড়ে দুলছে সোনালি ফসল ধান ধানের সোনালি রঙ্গ আসায় চাষিরা দ্রুত সময়ের মধ্যে ধান কেটে ঘরে তোলার স্বপ্ন দেখছে।এর মধ্যে অনেক কৃষক ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেএবছর রংপুর অঞ্চলের কৃষক রা অনেক জমিতে ধান আবাদ করেছে।

    রংপুর অঞ্চলের কৃষকরা বলে পরিবেশে অনুকুলে থাকায় ও সঠিক পরিচজা করায় বাম্পার ফলন আশা করে কৃষকরা।কৃষকরা করোনাকে ভয় পাচ্ছে না তবে ঝড় ও শিলাবৃষ্টিকে ভয় পাচ্ছে এই মুহুর্তে ঝড় ও শিলাবৃষ্টি হলে নষ্ট হয়ে যবে ফসল এতে করে অনেক হ্মতি হবে তাই যত তার তারি পাবে তত তারা তারি ধান ঘরে তুলতে চায় কৃষকরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ