• Uncategorized

    সরকারি আদিতমারি জি এস মডেল স্কুল এন্ড কলেজে কৃষি ছাদ পরিদর্শন।

      প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২১ , ১১:৩৪:৩১ প্রিন্ট সংস্করণ

    সরকারি আদিতমারি জি এস মডেল স্কুল এন্ড কলেজে কৃষি ছাদ পরিদর্শন। বর্তমান কৃষি ছাদ একটি পরিচিত নাম ও লাভজনক প্রকল্প ‌। সময়ের সাথে পাল্লা দিয়ে কৃষি ছাদ প্রযুক্তি আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠছে। এক সময় ছাদের সৌন্দর্যের জন্য ফুলের গাছ লাগানো হতো । এখন ফুলের মধ্যে সীমাবদ্ধ নেই ছাদ। ছাদে উৎপাদন করা হচ্ছে প্রয়োজনীয় শাকসবজি ফলমূল। ছাদের উৎপাদিত ফসল নিজেদের চাহিদা মিটে বিক্রি করছে অনেক দেশে। দেশের অর্থনীতিও কমবেশি ভূমিকা রেখেছে রাজধানীর ঢাকায় কৃষি ছাদ শুরু হলেও এখন এর বিস্তার গ্রামেও এসেছে। যেমনটি

    লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় সরকারি আদিতমারি জি এস মডেল স্কুল এন্ড কলেজে কৃষি ছাদে ভরপুর উৎপাদন করেছেন প্রয়োজনে শাকসবজি ফলমূল

     

    আজ  (১১ জানুয়ারি) ছাদ কৃষি চিরসবুজ আদিতমারি  চিরযুবা ক্লাব এ ছাদ কৃষি পরিদর্শনে উপস্থিত ছিলেন

    ডাঃ তৌফিক ই নেওয়াজ

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

    আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ