• আইন ও আদালত

    র‍্যাব ১২ অভিযান চক্রের ৭ সদস্য আটক

      প্রতিনিধি ২২ মার্চ ২০২৩ , ১০:৪৭:৪৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি:

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক মোঃ মারুফ হোসেন, পিপিএম, অধিনায়ক, নির্দেশনায় র‌্যাবের আধুনিক তথ্য প্রযুক্তি ও ধৃত ১ নং আসামীর দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ২১/০৩/২০২৩ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা প্রতারক ও চোর চক্রের সক্রিয় ৭ সদস্যকে আটক করেছে। এছাড়াও তাদের সাথে থাকা ০৮টি মোবাইল ফোন এবং চুরি হওয়া ২৪,০০০/-(চব্বিশ হাজার) জব্দ করা হয়

    বিপ্লব শেখ নামে একজন কাপড় ব্যবসায়ীর সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন, ভূঁইয়াগাঁতী বাজারে একটি কাপড়ের দোকান আছে। উক্ত কাপড়ের দোকানদার ২০/০৩/২০২৩ ভূঁইয়াগাঁতী বাজার হইতে কাপড় ক্রয়ের জন্য একটি যাত্রীবাহী বাস যোগে টাঙ্গাইল জেলার করটিয়া বাজারের উদ্দেশ্যে নগদ ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা নিয়ে রওনা করেন। উক্ত কাপড় ব্যবসায়ীকে প্রতারক ও চোর চক্রের সদস্যরা অনুসরণ করে একই যাত্রীবাহী বাসে ওঠে। বাসটি তারিখ ২০/০৩/২০২৩ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ঝাউল ওভার ব্রিজের উপর পৌছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতারক ও চোর দলের একজন সদস্য পিছন থেকে কাপড় ব্যবসায়ীর শরীরের উপর বমি করে দেয়। সাথে সাথেই প্রতারক ও চোর দলের আরো ৫/৬ জন ব্যক্তি ভিকটিমের নিকটে এসে শরীর হতে বমি পরিস্কার করার ছলে ভিকটিমের পকেটে থাকা ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা নিয়ে গাড়ী থেকে নেমে পালিয়ে য়ায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ