• আন্তর্জাতিক

    রাজশাহীতে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

      প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৪ , ১০:২৬:০৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    শুক্রবার সকাল ৯ টায় (২৬ জানুয়ারি) মহানগরীর ভদ্রা আবাসিক এলাকায় থাকা ভারতীয় সহকারী হাইকমিশনে
    এ প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ভারতের জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। এরপর সহকারী হাইকমিশনার জাতির উদ্দেশ্যে ভারতের রাষ্ট্রপতির দেওয়া বাণী পাঠ করে শোনান।

    পরে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয় অনুষ্ঠানে রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন মেডিক্যাল কলেজে অধ্যায়নরত ভারতীয় ছাত্র-ছাত্রী ও স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে যোগ দেন।

    এছাড়াও সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এদিকে রাজশাহীতে থাকা ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মহানগরবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ