• সাহিত্যে

    “মুখ না দেখে পছন্দ” কবি-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ২৮ মার্চ ২০২২ , ৪:১৯:০৩ প্রিন্ট সংস্করণ

    মুখ না দেখে পছন্দ
    কবি-শিহাব আহম্মেদ

    না দেখে করিও না পছন্দ
    যদিও হয় পরি,
    এমন ভাবে জরিয়ে যাবে
    পরে বলতেও পারবে না Sorry

    তোমার একটু খানি দেখা
    হতে পারে রংধনু আকা
    কিছুক্ষন পর যাবে মুছে,
    তুমি কি ভুলিতে পারিবে!
    তোমার বানানো মনের সপ্ন
    ভাঙা মানুষটা কে
    যাবে কি ব্যাথা-বেদনা সব ঘুচে?

    মুখ দেখে মন চেনা যায়না
    চোখ দেখে বোঝা যায়না মুখ
    তাদের উপরই খুজে বেরাই
    আমাদের দৈনন্দিন জীবনের সুখ!

    হতে পারে তার কন্ঠ সুন্দর
    চেহারা লাগেনা ভালো
    এমনও হতে পারে সুন্দর্য্যে ভরা
    কিন্তু মনটা ভিষণ কালো।