• Uncategorized

    ভেড়ি বাঁধ ভেঙ্গে কয়রা উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত

      প্রতিনিধি ২৭ মে ২০২১ , ৬:০০:০৯ প্রিন্ট সংস্করণ

     

    ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে কয়রা উপজেলার বেশকিছু নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে সাত থেকে আট ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। উচ্চ জোয়ারের তোড়ে উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ১০টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। এতে ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বুধবার সকালে জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে এসব গ্রাম প্লাবিত হয়।

    কয়রা প্রতিনিধি এস এম নাজমুল ইসলামের সূত্রে জানা গেছে, গতকাল উচ্চ জোয়ারের কারণে উপকূল এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে। স্বল্প উচ্চতার প্রায় ৫০কিলোমিটার বাঁধে অধিক উচ্চতার জলোচ্ছ্বাস বাধা মানেনি। এ কারণেই লোকালয় পানি ঢুকে পানিবন্দী হয়ে পড়েছে ২০হাজার মানুষ।এসময় এ এলাকার ক্ষতিগ্রস্তরা জানান ত্রাণ নয় টেকসই বেড়িবাঁধ জনমনে শান্তি ফিরিয়ে আনবে।এদিকে কয়রাই টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবিতে খুলনায় মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ