• রাজশাহী বিভাগ

    মহাদেবপুর উপজেলায় ব্রহ্ম মূর্তি উদ্ধার।

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২২ , ১০:৩৭:৫৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহ আলম-ক্রাইম রিপোর্টার:

    নওগাঁ জেলা এনএসআই, নওগাঁ কার্যালয়ের তথ্য, উপাত্ত সহ মহাদেবপুর থানা পুলিশ ও এনএসআই এর যৌথ অভিযানে ৭০ কেজি ওজনের ০১ টি কষ্টি পাথরের ব্রহ্ম মূর্তি (আনুমানিক মূল্য ৩৫ কোটি ) উদ্ধার। গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক সময় দুপুর একটার দিকে জেলা এনএসআই,নওগাঁ কার্যালয়ের গোয়েন্দা তথ্যে এবং সক্রিয় অংশগ্রহণে এনএসআই ও মহাদেবপুর থানা পুলিশ এর যৌথ অভিযানে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাধীন সুলতানপুর দক্ষিণ পাল পাড়ার গণেশ পালের বাড়ি হতে আনুমানিক ৭০ কেজি ওজনের কষ্টি পাথরের ০১ টি ব্রহ্ম মূর্তি (আনুমানিক মূল্য ৩৫ কোটি) উদ্ধার করা হয়েছে।

    অভিযানে মূর্তি পাচার চক্রের (১) সুমন আচার্য (৩০), পিতা-মৃত সম্ভু চন্দ্র আচার্য, গ্রাম-বোবাতোর, মহাদেবপুর(২) শ্রী মনি মন্ডল (২৫), পিতা-মৃত বিষ্ণু প্রাং, গ্রাম-সুলতানপুর, মহাদেবপুর, (৩) রকি সরকার, পিতা- প্রকাশ চন্দ্র সরকার, গ্রাম-তাতারপুর সরকার পাড়া, মহাদেবপুর নওগাঁদেরকে ০২ টি মোটর সাইকেল সহ যার রেজিস্ট্রেশন নাম্বার যথাক্রমে ( নওগাঁ-হ ১৩-০৮৩৯ ও নওগাঁ-হ ১৫-৩৬৩৭) আটক করা হয়। তাদের বর্তমানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরও কিছু মুর্তি উদ্ধারের চেষ্টা অব‍্যাহত রয়েছে।

    গোপন সূত্রে বেশ কিছুদিন পূর্বে অভিযুক্ত সুমন আচার্য এর কষ্টিপাথর মূর্তি ক্রয় বিক্রয় চক্রের সাথে জড়িত থাকা সম্পর্কিত তথ্য অত্র কার্যালয়ের নিকট আসা মাত্রই দীর্ঘদিন তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে, উক্ত বিষয়ের সত্যতা যাচাইয়ে নিবিড় পর্যবেক্ষণ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিতের পর উক্ত গোয়েন্দা টিমের সদস্যগণ কৌশলে ফাঁদ পেতে রাখে। অধিক টাকার লোভে উক্ত পাতানো ফাঁদে সহজেই ধরা দেয় মূর্তি ক্রয়-বিক্রয়ের সদস্যরা জেলা মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ