• শিক্ষা

    মহাদেবপুরে শিক্ষক দিবসে আলোচনা সভা

      প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২২ , ৩:৪১:৩৮ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান-মহাদেবপুর প্রতিনিধি:

    ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আখতার অপু, চাঁন্দাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, মহাদেবপুর টিবিএম কলেজের অধ্যক্ষ হাজী মো. মোবারক আলী, জোয়ানপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. জিল্লুর রহমান, জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইব্রাহীম হোসেন, বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভার পূর্বে ব্যানপার্টির বাজনাসহ একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ