• খুলনা বিভাগ

    যশোরে ডিবির অভিযানে ফেনসিডিল ও ইয়াবা সহ আসামী গ্রেফতার

      প্রতিনিধি ৫ জুলাই ২০২২ , ৩:৫৪:৪১ প্রিন্ট সংস্করণ

    অভিযান-১
    (০৪ জুলাই ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/শফি আহমেদ রিয়েল, এসআই(নিঃ)/ মোঃ রইচ আহমেদ, এএসআই(নিঃ)/ মোঃ শফিউল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত তারিখ ২২:০৫ ঘটিকায় যশোর জেলার শার্শা থানাধীন শার্শা মাঠপাড়া গ্রামস্থ জনৈক মন্টার হাওয়ার গ্যারেজের সামনে যশোর টু বেনাপোল গামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১।

    শরিফুল ইসলাম নয়ন(২২), পিতা-মোঃ সেলিম উদ্দীন, সাং-কামারপাড়া মোড়, থানা-শার্শা, জেলা-যশোর কে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৪৫,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) শফি আহমেদ রিয়েল বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।

    অভিযান-২
    (০৪ জুলাই ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/শফি আহমেদ রিয়েল, এসআই(নিঃ)/ মোঃ রইচ আহমেদ, এএসআই(নিঃ)/ মোঃ শফিউল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ২২:৪৫ ঘটিকায় যশোর জেলার শার্শা থানাধীন পাকশিয়া সাকিনস্থ তাইজেল খাঁ(৩৩), পিতা-মৃত নাবব আলী খাঁ এর বসতবাড়ীর পূর্ব পার্শ্বে শিমুলতলা মোড় টু খলিশাখালী গামী কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। তাইজেল খাঁ(৩৩), পিতা-মৃত নবাব আলী খাঁ, সাং-পাকশিয়া, থানা-শার্শা, জেলা-যশোর কে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,৪৫,০০০/-টাকা এ সংক্রান্তে এসআই(নিঃ) রইচ আহমেদ বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।

    অভিযান-৩
    (০৪ জুলাই ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ আরিফুল ইসলামা, এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ, এএসআই(নিঃ)/ নিরমল কুমার ঘোষ, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং-০৫/০৭/২০২২ তারিখ রাত্র ০০.৩০ ঘটিকায় যশোর কোতয়ালী থানাধীন পুলেরহাট টু রাজগনজ গামী সড়কের গোয়ালদাহ গ্রামস্থ মোঃ জসিম উদ্দিন, পিতা-কাওসার আলী বিশ্বাস এর চাঁ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে

    আসামী ১। মোঃ আইজুল হোসেন(২৪), পিতা-মৃত শাহাজউদ্দীন মাতা-মোছাঃ আসমা খাতুন, সাং-গোগা গাজীপাড়া, থানা-শার্শা, জেলা-যশোর কে ৪০ (চল্লিশ ) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৮০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) আরিফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ