• Uncategorized

    মতলব উত্তরে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ 

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ১:০৫:৪৩ প্রিন্ট সংস্করণ

     

    মো.তুহিন ফয়েজঃ

    মতলব উত্তর উপজেলার খরিপ-২/২০২০-২১ মৌসুমে বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

    মঙ্গলবার(৬অক্টোবর)এখলাছপুর ইউনিয়ন প্রাঙ্গনেউপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

    উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন খান সুফলের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাজাহান প্রধান, এখলাছপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক।

    এ সময় উপস্থিত ছিলেন এখলাছপুর ইউপির চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ,জহিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ারহোসেন মল্লিক, কৃষকলীগ নেতা

    ইলিয়াস মিয়া ও মোজ্জামেল হক, মহিলালীগ নেত্রী নাজমা বেগম, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন শিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য কাজ করে যাচ্ছেন। কৃষিতে বিভিন্ প্রনোদনা প্রদান করছেন। বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুষিয়ে নিতে বীজ দিচ্ছে সরকার।

    এ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ২০০ কৃষকের মাঝে স্বল্প ও মধ্য মেয়াদি শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ