• রাজনীতি

    খোকশাবাড়ী আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২২ , ৩:৪২:৫০ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং ইউনিয়ন আওয়ামীলীগের এক বর্ধিত সভা বৃহস্পতিবার ২৭অক্টোবর বিকাল তিনটায় খোকশাবাড়ী হর্টিকালচার সেন্টারহল রুমে অনুষ্ঠিত হয়েছে ।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান , বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার , সিরাজগঞ্জ-২ সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড, আব্দুল হাকিম , সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সজল । উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা। অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল হাসান নিকি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফিরোজ মাহমুদ,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আব্দুল খালেক সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছালীগের সভাপতি আল-আমিন তালুকদার সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ মুকুল সহ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান বক্তব্যে বলেন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী কে বিজয়ী করতে এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা জনগণ ও ভোটদের কাছে বলতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতেই সকলকে আরো নিবেদিত হতে হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় নির্দেশনা সবাইকে মেনে চলার জন্য দিক নির্দেশনা দেন। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃহাবিবে মিল্লাত মুন্না এমপি বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আধুনিক ডিজিটাল সোনার বাংলা দেশগড়তে জননেত্রী শেখ হাসিনাক আবারও বিজয়ী করতে আওয়ামীলীগের প্রার্থী কে বিজয়ী করতে হবে। এজন্য এখন থেকেই তার প্রস্তুতি নিয়ে মাঠে নামার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্ধিত সভায় সকল ওয়ার্ডের নেতাগনও বক্তব্য রাখেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ