• চট্টগ্রাম বিভাগ

    বেগমগঞ্জে র‍্যাব-১১ এর হাতে ভুয়া সহকারী অধ্যাপক আটক

      প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৪ , ৮:০৩:৪৪ প্রিন্ট সংস্করণ

    জুনায়েদ কামাল-স্টাফ রিপোর্টার:

    র‍্যাব-১১ সিপিসি-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এর নেতৃত্বে, শুক্রবার দুপুরে এই ভুয়া ডাক্তারকে আটক করা হয়। রাকিব আহসান দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। নাম না থাকা মেডিসিনের নাম ব্যবহার করে, কোথাও পাওয়া যাবে না বলে, নিজে এনে দিবে শর্তে জনপ্রতি রোগী থেকে ৩০ হাজার টাকা করে নিতো এই ভুয়া সহকারী অধ্যাপক।

    গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকায় ল্যাব এইড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব-১১ যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযানকালে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আসিফ আল জিনাত, জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা: ফয়সাল প্রমূখ। আটককৃত ভুয়া অধ্যাপক রাকিব আহসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ