• বরিশাল বিভাগ

    বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদ ও নুপুর শর্মার শাস্তির দাবীতে হিজলা কলেজের বিক্ষোভ মিছিল।

      প্রতিনিধি ১২ জুন ২০২২ , ১:২৯:৪০ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    ভারতের বর্তমান ক্ষমাতাশীল দল বিজিপির মুখপাত্র নুপুর শর্মা কর্তৃক বিশ্ব নবী মোহাম্মদ সাঃ এবং আম্মাজান আয়েশা ছিদ্দিকা রাঃ কে নিয়ে কটুক্তি বা আপত্তিকর মন্তব্য করায় তার প্রতিবাদ এবং মুল হোতাদের শাস্তির দাবীতে আন্দোলনের রোষানল জ্বলে উঠেছে সারাবিশ্বে। তার ধারাবাহিকতায় বাংলাদেশেও আন্দোলনের তিব্রতা বিরাজ করছে।স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন সামাজিক সংগঠন,এবং ইসলামী সংগঠনের ব্যানারেও আন্দোলন চলমান। আর আন্দোলন হবেইনা কেন প্রিয় নবী যে মুসলমানদের কলিজা,আর কলিজায় আঘাত করলে তার পরিস্থিতি কেমন হয় তা বর্তমান আন্দোলনের দৃশ্য দেখলেই বুঝা যায়।

    তাই আজ ১২ জুন রবিবার ১১ টা সময় বরিশাল হিজলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হিজলা উপজেলার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট প্রদক্ষিণ করে আবার কলেজ মাঠেই ফিরে এসে এক জায়গায় জড়ো হোন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, অতি শিগ্রই নুপুর শর্মাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা জিবনের পরোয়া না করে শরিরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা আন্দোলন চালিয়ে যাবো।এস ময় বক্তব্য রাখেন, হিজলা ডিগ্রি কলেজের ছাত্র মোঃ মোস্তফা কামাল, মোঃ নোমান,সহ আরও অনেক শিক্ষার্থীবৃন্দ।এ ছাড়াও শিক্ষার্থীরা নুপুর শর্মার পুতুল বানিয়ে আগুনে পুড়ে প্রতিবাদ জানায়।উক্ত আন্দোলনে কলেজের শিক্ষার্থী ছাড়া অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ