• চট্টগ্রাম বিভাগ

    বিজয়নগরে ৫০ কেজি অবৈধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২২ , ১২:০০:২৮ প্রিন্ট সংস্করণ

    শাহনেওয়াজ শাহ্-ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী বাজার থেকে মারাত্বক ক্ষতিকর উৎপাদন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) উপজেলা মৎস্য কর্মকর্তা এর নেতৃত্বে মোঃ মনিরুলজ্জামান উপজেলার আমতলী মাছের বাজারে মৎস্য বিভাগের উদ্যোগে অভিযান চালানো হয়। এসময় এক মাছ ব্যবসায়ীকে মাছ বিক্রি করতে দেখা যায়। সেখান থেকে প্রায় ৫০ কেজি নিষিদ্ধ এই মাছ জব্ধ করা হয়। তবে মৎস্য বিভাগের অভিযান আঁচ করতে পেরে মাছ রেখে ওই ব্যবসায়ী দৌঁড়ে পালিয়ে যায়। পরে উপজেলা পরিষদ চত্বরে এনে উপজেলার বিভিন্ন এতিমখানায় মাছ গুলো বিতরণ করা হয়।

    মৎস্য কর্মকর্তা বলেন, আফ্রিকান এই মাছ রাক্ষসী মাছ হিসেবে পরিচিত। তাই এ ক্ষতিকারক মাছ চাষ ও বিক্রি নিষিদ্ধ।তিনি আরো বলেন, এই মাছ অল্প দিনে অধিক ওজন হয়। যার ফলে অধিক লাভবান হওয়া যায়। তাই দেশের অনেক স্থানে এ মাছ গোপনে চাষ হয়। মাঝে মধ্যে বাইরের এলাকা থেকে একশ্রেণির ব্যবসায়ী অধিক মুনাফার লোভে উপজেলার বিভিন্ন হাটবাজারে দেশীয় মাগুর বলে নিষিদ্ধ এই আফ্রিকান মাগুর মাছ বিক্রি করে প্রতারণা করে আসছে। মৎস্য বিভাগ ক্ষতিকারক আফ্রিকান মাগুর মাছ সম্পর্কে জনসচেতনা সৃষ্টিতে হাট বাজারে অভিযান করছে বলে জানান মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ