• জাতীয়

    বরিশাল ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ এমপির হ্যাটট্রিক জয়

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ৯:১৯:৪১ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৪ আসন (হিজলা মেহেন্দিগঞ্জ, কাজিরহাট) স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ঈগল মার্কা নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রহমানের লাঙ্গল, এবং হৃদয় চুন্নুর ছরি প্রতীকের সাথে।

    এতে পঙ্কজ দেবনাথ এর ঈগল মার্কা বিপুল ভোটে জয়ী হয়।পংকজ দেবনাথ ঈগল প্রতিক নিয়ে ১,৬১,০০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হোন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী,জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রহমান লাঙ্গল প্রতিক নিয়ে পেয়েছেন ৭,৬২৬ ভোট। চুন্নু,ছড়ি প্রতিক নিয়ে ২,২৯১ ভোট পেয়েছেন।

    এই ভোটে ৩য় বারের মত হ্যাটট্রিক জয় তুলে নিলেন পঙ্কজ নাথ। যদিও এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শামীম আহমেদ। কিন্তু দ্বৈত নাগরিত্বের কারণে তার প্রার্থিতা বাতিল হলে এই আসনে নৌকা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়।
    ৩য় বার এম পি হওয়া অত্র অঞ্চলের জনগণের চাওয়া পাওয়া একটু বেশিই।তাই তারা চান, এম পি যেন অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ