• জাতীয়

    না ফেরার দেশে চলে গেলেন সুজানগরের আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া

      প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৩ , ১১:২৭:১০ প্রিন্ট সংস্করণ

    মেহেদী মাসুদ-পাবনা:

    না ফেরার দেশে চলে গেলেন, পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় । এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব। তিনি জানান,মঙ্গলবার দুপুর ৩টার দিকে নিজ বাসায় কামাল হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫)।

    তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ রাজনৈতিক সহযোদ্ধা ও আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।মৃত্যুর খবর শোনার পরে তাঁর বাড়িতে ছুটে যান পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওহাব, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু,

    আমিনপুর থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুব আলী,সহ সভাপতি শাহীন চৌধুরী,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
    মুহুর্তের মধ্যে এলাকার সর্বস্তরের নারী পুরুষ এই রাজনীতিবিদ এবং আহম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে বার বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান কামাল হোসেন মিয়াকে এক নজর দেখার জন্য তার বাসভবনে ভীড় করেন। এ সময় শেষ বিদায় জানাতে আসা মানুষের চোখের জলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

    উল্লেখ্য বুধবার বেলা ১১ টায় আহম্মদপুর ইউনিয়নের শহীদ স্মরণীকা উচ্চ বিদ্যালয়ে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সাবেক সংসদ খন্দকার আজিজুল হক আরজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান উজ্জল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান খান সবুজ,

    জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম,সাবেক চেয়ারম্যান এস এম আমিনুল ইসলাম, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী,

    হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী, মাসুন্দিয়া ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছাত্তার প্রাং, ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল,

    মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক,নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পপাদক সাব্বির আহমেদ রাজু, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা,সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার,হাটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মাস্টার, রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম সোহাগসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ