• বরিশাল বিভাগ

    বাউফলে পুলিশের গাড়িতে আ’লীগের হামলা পুলিশ সহ আহত ১০

      প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ৯:১০:২২ প্রিন্ট সংস্করণ

    আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ

    বাউফলে নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ৬ সেপ্টেম্বর বিকেলে ৫ নম্বর ওয়ার্ডের নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এ ঘটনা ঘটে। বাউফলের নাজিরপুর ইউপির চেয়ারম্যান পদের উপনির্বাচনে ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে নৌকার সমর্থকরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে জানা যায়, পুলিশ সদস্যরা হামলাকারীদের প্রতিহত করতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়।

    এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের বাউফল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা সবাই নৌকার কর্মী সমর্থক বলে জানা গেছে। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মারজান বলেন, আহত তিন পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ