• রাজনীতি

    বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে মনোনয়ন পত্র বৈধ ঘোষণা বাতিল দুই চেয়ারম্যান প্রার্থী

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২১ , ১২:০২:০৬ প্রিন্ট সংস্করণ

    এনামুল ইসলাম এনাম-নওগাঁ জেলা প্রতিনিধি:

    আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন নির্বাচন বদলগাছী উপজেলার ৮ ইউপিতে চেয়ারম্যান পদে দাখিলকৃত মনোয়নপত্র ৫২ জনের মধ্যে ২ জনের বাতিল হলে ৫০ জনের মনোনয়নপত্র ৪ নভেম্বর (বৃহস্প্রতিবার) যাচাই-বাছাইয়ে বৈধ্য বলে ঘোষনা করেছেন রিটার্নিং অফিসার। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০২ জনের মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন। সাধারণ সদস্য পদে ২৯৫ জনের মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তা কর্তৃক বৈধ্য বলে ঘোষনা করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ২ নভেম্বর।

    বদলগাছী উপজেলার ৮ ইউপিতে আওয়ামী লীগ দলীয় ও বিএনপি এবং সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হলেন, বদলগাছী সদর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আনোয়ার হোসেন,আঃ গফুর সহ ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন বৈদ। পাহাড়পুর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবু হাসনাত মো. মিজানুর রহমান , স্বতন্ত্র প্রার্থী শাপলা বেগম, সাংবাদিক আহসান হাবীব শিবলু, আলিমের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।

    পাহাড়পুর ইউপিতে যুব লীগের নেতা আনোয়ার হোসেন মিথুন ,ও জামায়াতের নেতা কামরুজ্জামান ২ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্রে তথ্যগত ভুল থাকার জন্য বাতিল বলে ঘোষণা করেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন। আধাইপুর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী শামছুল আলমসহ ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন। মিঠাপুর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আলহাজ ফিরোজ হোসেনসহ ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন, এই ইউপিতে সংরক্ষিত মহিলা সদস্য শেফালী আক্তারের মনোনয়নপত্রে তথ্যগত প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর না থাকা ভুলের জন্য ১ জনকে বাতিল ঘোষণা করা হয়েছে। সাধারণ সদস্য পদে ৩১ জন।

    মথুরাপুর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাসুদ রানাসহ ৫ জন চেয়ারম্যান প্রার্থী,সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ২৭ জন। বিলাসবাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এস.এম.রাফিউল হাসানসহ ৬ জন, চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন। বালুভরা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী শেখ আয়েন উদ্দীনসহ ৪ জন, চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন। কোলা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী শাহীনুর ইসলাম সহ ১৪ জন চেয়ারম্যান প্রার্থী,

    সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন, মনোনয়নপত্রে তথ্যগত ভুলের জন্য ১ জন সংরক্ষিত সদস্যের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। সাধারণ সদস্য পদে ৪২ জন।উল্লেখ্য উপজেলার ৮ ইউপিতে আগামী ২৮ নভেম্বর অবাদ ও সুষ্ট নির্বাচন অনুষ্টিত করার লক্ষ্যে ৪ জন রিটানিং কর্মকর্তা দায়িত্ব পালনে স্বচেষ্ট থাকতে দেখা যায়। তিনারা হচ্ছেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, সমবায় সমিতি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ