• Uncategorized

    ঘূর্ণিঝড় অশনির সর্বশেষ আপডেট

      প্রতিনিধি ৯ মে ২০২২ , ১২:০৪:৩৩ প্রিন্ট সংস্করণ

    আবহাওয়া ডেস্ক

    দক্ষিণ মধ্যো বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা তীব্র ঘূর্ণিঝড় অশনি কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে ক্যাটাগরি ১ ক্ষমতাসম্পন্ন ঘূর্ণিঝড়ে পরিনত হয়ে এখন দক্ষিণ পশ্চিম বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিলো।

    এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতেপারে।

    ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫০ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটার যা সর্বোচ্চ দমকা হাওয়া আকারে ১৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ১ মিনিট স্থিতি।

    সাগর ঐ স্থানে বেশ উত্তাল আছে।

    এটি আজ ৯ ই মে দুপুর ৩ টা বেজে ৩৫ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৭৯৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮০৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো।

    নোট : ঘূর্ণিঝড় এর বাইরের দিকের মেঘমালা ইতিমধ্যে দেশের মধ্য অঞ্চল পর্যন্ত চলে এসেছে, সময় বৃদ্ধির সাথে সাথে এই মেঘ দেশের সকল এলাকায় বিস্তারলাভ করতেপারে।

    আঘাত : এই সিস্টেম টি ঘূর্ণিঝড় রুপে আগামী ১২ বা ১৩ ই মে ভারতের দক্ষিণ উড়িষ্যা আঘাত করে দুর্বল হয়ে পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় আঘাত করতেপারে।
    এর ফলে আগামী ১০ ই মে থেকে ১৫ ই মে পর্যন্ত দেশের অনেক এলাকায় একটানা প্রবল বর্ষন হতেপারে, ফলে নিচু এলাকায় বন্যার পানিতে প্লাবিত হতেপারে।
    ও আবহাওয়া বায়ুচাপের তারতম্যের কারনে সাগর প্রচুর উত্তাল থাকতেপারে।
    এই ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশে শুধুমাত্র বৃষ্টি ছাড়া আর কোন দূর্যোগের সম্ভাবনা নেই।
    Bmd দেশের সকল সমুদ্র বন্দরকে ২ নাম্বার দুরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছেন।
    পরবর্তীতে সংকেত আরও বৃদ্ধি পেতেপারে।

    নোট : বঙ্গপোসাগর দ্রুত উত্তাল হতেযাচ্ছে, ফলাফল এই সিস্টেম টি না শেষ হওয়া পর্যন্ত, আপনারা কেউ মাছধরা নৌকা বা ট্রলার নিয়ে কেউ সাগরে দয়াকরে যাবেন না।
    সবসময় আবহাওয়া অধিদপ্তর এর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন।

    বাংলাদেশ ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ টিম ( bcft) এই সিস্টেম টির উপর গভীরভাবে নজর রাখছে,
    তাই আপনারা সিস্টেম টি সর্বশেষ আপডেট পেতে Bwot weather এর সাথে থাকুন।
    ইনশাআল্লাহ নতুন কোন তথ্য পাওয়া মাত্র আমরা আপনাদের মাঝে হাজির হবো।

    ১০ তারিখ হতে দেশের অনেক এলাকায় একটানা বৃষ্টি হতেপারে।

    আপডেট : ৯ ই মে দুপুর ৩ টা বেজে ৪৫ মিনিটে। Bwot weather Jessore Bangladesh.

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ