• আবহাওয়া

    পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

      প্রতিনিধি ১০ মার্চ ২০২৪ , ২:৩৫:০৬ প্রিন্ট সংস্করণ

    কাওছার হাবিব-পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর পত্নীতলা উপজেলায় সারা দেশের ন্যায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। নানা কর্মসূচী মধ্যে দুর্যোগ চলাকালীন পুর্বাবাস ছাড়া প্রাথমিক করনীয় হিসেবে ভূমিকম্প, অগ্নি নির্বাপন সহ দুর্যোগের মোকাবেলায় উপজেলা চত্বর মাঠে জনসম্মূখে মহড়া প্রদর্শন করেন উপজেলা ফায়ার ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীরা।

    “ দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো ” প্রতিপাদ্যে রবিবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা চত্বর হতে র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে উপজেলা মাঠে ঘন্টাব্যাপী বিভিন্ন বিষয় ভিক্তি জনসম্মুখে মহড়া অনুষ্ঠিত হয়।

    মহড়া শেষে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে অডিটরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়াইব খানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।

    এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সন্তজ কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম সহ সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নিখোঁজ হওয়া ব্যাক্তির তিনদিন পর লাশ উদ্ধার

    গাইবান্ধার পলাশবাড়ীতে বজ্রপাতে চার ইট ভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু। সাগর আহম্মেদ পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সীমান্তবর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলার শোলাগাড়ি এলাকায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে ৪ ইটভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩ টার দিকে বকুল মিয়ার মালিকানাধীন বিইবি ইট ভাটায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাশের সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আ: জলিল মিয়া (৬০), চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২), রশিদুল ইসলাম (২৮)। এরমধ্যে আ: জলিল ভাটা এলাকায় ঘাস কাটতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইটভাটায় ইট পরিবহন কাজ করছিলেন শ্রমিকরা। বিকেলে বৃষ্টি শুরু হলে ভাটার পাশের টিনের একটি ছাপড়ার নিচে শ্রমিকরা আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো ১ জনসহ পাঁচজন নিহত হন। ইটভাটা ম্যানেজার রবিউল ইসলাম নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছেন। পীরগঞ্জ থানার উপপরিদর্শক ( এসআই) নুর আলম বজ্রপাতে ৫ জন নিহতেরর বিষয়টি নিশ্চিত করেছেন।

    পত্নীতলায় টুং টাং শব্দে মুখরিত কামারশালা গুলো

    লাখাই উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে সাস্থ সুরক্ষা সামগ্রী মাস্ক ও সাবান বিতরণ। 

    কুমিল্লার দাউদকান্দি মহাসড়ক থেকে যুবকের লাশ উদ্ধার

    “ভালোবাসার অপূর্ণতা” কবি-শিহাব আহম্মেদ