• আবহাওয়া

    রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠেছে ৪১.০ ডিগ্রী, বইছে তীব্র তাপদাহ

      প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৪ , ৯:১৬:৪৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আজ বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.০ ডিগ্রী সেলসিয়াস যা তীব্র তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। এ তাপমাত্রা এখন পর্যন্ত এমৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩.৮ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ১৭ শতাংশ। আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে। গতকাল (বৃহস্পতিবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.২ ডিগ্রী সেলসিয়াস যা মাঝারি তাপদাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩.০৬ ডিগ্রী সেলসিয়াস।

    আর গত পরশু (বুধবার) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.২ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫.২ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়া, গাছ-পালা কমে যাওয়ায়, নগরায়ন বৃদ্ধিপাওয়ায়, যান-বাহন বৃদ্ধি, ঘনবসতি বৃদ্ধি পাওয়ায়, নদীর পানি শুকিয়ে যাওয়ায় বালু দ্রুত উত্তাপ্ত হওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন আবহাওয়ার এই কর্মকর্তা। উল্লেখ্য, গত বছর ১৭ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ