• Uncategorized

    পটুয়াখালী তে পাওয়া গেলে রোগাক্রান্ত শকুন।আলোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২২ , ২:১৭:০৮ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালীর কলাপাড়ায় একটি রোগাক্রান্ত শকুন উদ্ধার করেছে স্থানীয়রা।
    বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের একটি ক্ষেত থেকে এটি উদ্ধার করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বেশ কয়েকজন শিক্ষার্থী বৌলতলী গ্রামের সড়ক দিয়ে মাদরাসায় যাচ্ছিলো। এ সময় ওই এলাকার একটি রেন্ট্রি গাছে শকুনটি দেখতে পেয়ে তারা ধাওয়া দেয়।

    ধাওয়া খেয়ে শকুনটি একটি ক্ষেতে গেলে সেখান থেকে সেটিকে ধরা হয়। শকুনটি ক্ষুধার্ত ও রোগাক্রান্ত।
    খবর পেয়ে ধুলাসার ইউনিয়নের বিট অফিসার উজ্জল হোসেন ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করে।

    মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা আবুল কালাম জানান, শকুনটিকে রোগাক্রান্ত মনে হচ্ছে, তাই এটিকে প্রাণি সম্পদ অফিসের কাছে হস্তান্তর করা হবে।
    চিকিৎসা শেষে সেটিকে বনে অবমুক্ত করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ