• Uncategorized

    পটুয়াখালীতে শালীশ ব্যবস্থায় জমিজমা সংক্রান্ত বিরোধে, ২ গ্রুপে সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত।

      প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২০ , ৪:৪৫:৫৪ প্রিন্ট সংস্করণ

     

    মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ

    পটুয়াখালী শহরস্থ জমিজমা বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের চারজন মহিলাসহ অন্ততঃ ৯ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।অদ্য ২৬ সেপ্টেম্বর রোজশনিবার দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকার সময় এ হতাহতের ঘটনাটি ঘটে।

    আহতরা হলেন,ফোরকান মুন্সি(৭০),শাহিন(১৮), বশির (৩৪), জসিম(৩০), তারাভানূ (৪০), আব্দুল মুন্সি(৬০), আমেনা(৬৫), জরিনা(৫০)। আহতরা  সবাই ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানাগেছে।

    স্থানীয় ও আহতদের সূত্রে জানাগেছে, ২৬ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় পটুয়াখালী জেলা শহরতলী হেতালিয়া বাঁধঘাট এলাকায় জমি জমা বিরোধ মিমাংসার শালিস বৈঠক চলাকালে দুই চাচাতো ভাই ফোরকান মুন্সি ও বারেক চৌকিদার এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

    এতে চারজন মহিলাসহ উভয় পক্ষের মোট  ৯ জন আহত হয়েছে। আহত সবাইকে ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

    এ ঘটনায় উভয় পক্ষে মামলার প্রস্তুতি চলছে।এছাড়া আরো জানাযায়, পটুয়াখালী  সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বলে জানাযায়।

    এবিষয় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি আখতার মোর্সেদ জানায়, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ