• Uncategorized

    মৌলভীবাজার দো কারাতে একাডেমিতে ভর্তি চলছে। 

      প্রতিনিধি ২ এপ্রিল ২০২১ , ২:৩৫:০৪ প্রিন্ট সংস্করণ

    মৌলভীবাজার জেলায় মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনায় পৌরসভার পাশে কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে প্রতি শুক্রবার ও শনিবার দো কারাতে একাডেমির ছাত্র ছাত্রী দের প্রশিক্ষন চলছে, এই একাডেমিতে একজন ভালো শিক্ষক থাকায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্র ছাত্রী ছুটে আসছেন কারাতে শিক্ষা নিতে,এই কারাতে একাডেমির অভিভাবক দের নিয়ে একটি গ্রুপ ও খুলে দেওয়া হয়েছে সাধারণ অভিভাবক কে সচেতন করতে,বতমানে দেখা যায় এযুগের ছেলে মেয়েরা সব খেলাদুলাতে মন দিয়ে শুধু মোবাইল আর ইন্টারনেটে বেশির ভাগ টাইম পাচ করে এতে ছেলে মেয়েদের মেধা বিকাশ করার সুযোগ কম থাকে,শহরের ছেলেদের কে খুব একটা কম দেখাযায় ফুটবল একাডেমি বা ক্রিকেট খেলাতে তেমন আগ্রহ চোখে পড়েনা,বা শরীর চচায় তেমন দেখা যায় না,এদানিং মৌলভীবাজার ফুটবল একাডেমির খেলোয়াড়দের কিছুটা হলেও একাডেমির কমিটির অনুপ্রেরণার অনেক ছেলেরা নিয়মিত খেলতে আসে তাদের অভিভাবক সচেতন বা ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষে,তেমনি ভাবে মৌলভীবাজার দো কারাতে একাডেমি এখানে আপনাদের ছেলে মেয়েরা নিজের জন্য কিছু একটা করতে পারবে চিন্তা করে কারাতে একাডেমির প্রশিক্ষক উত্তম পাল সেঞ্চি উনি কোন জায়গা না পেয়ে কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড  কলেজ মাঠে নিয়মিত কারাতে প্রশিক্ষন চালু করেছেন,,উনার অগ্রহ দেখে মৌলভীবাজার অনেক সুনামধন্য অভিভাবকগন  উনার মিলত হন,অনেক অভিভাবক নিজের বাচ্ছার ভবিষ্যতে এই কারাতে শিকা একান্ত ব্যক্তিনির্ভর মনে করে নিজের বাচ্ছা ও বন্দুদের বাচ্ছাদের কে এই কারাতে শিকার আগ্রহ দেখিয়েছেন,এই মৌলভীবাজার দো কারাতে একাডেমির অভিভাবক কমিটির পক্ষ থেকে অনেক অভিভাবক সকল অভিভাবক কে সচেতন করে বলেন আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে এই একাডেমিতে ভর্তি সুযোগ আছে, আপনার ছেলে মেয়েদের নিজের জীবন রক্ষা ও মোবাইল এর নিশা থেকে একটু বেরুতে পারবে অনেক অভিভাবকদের ধারণা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ