• রাজশাহী বিভাগ

    মহাদেবপুরে আদিবাসীদের ১৬৭তম সাঁওতাল বিদ্রোহ অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩০ জুন ২০২২ , ৩:৫৯:২৯ প্রিন্ট সংস্করণ

    নওগাঁর মহাদেবপুরে আদিবাসিদের ১৬৭তম সাঁওতাল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছে৷ ৩০শে জুন সকাল এগারো ঘটিকায় মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ এ র‍্যলি ও আলোচনার মধ্যেমে এটি অনুষ্ঠিত হয়েছে৷ আদিবাসীদের ন্যায্য দাবি আদায় ও সমাজে তাদের মূল্যায়ন নিয়ে কথা হয়৷ এ র‍্যলিতে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব সাইদ হাসান তরফদার শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব অনুকুল কুমার সাহা (বুদু), ইউ পি মেম্বার রাজ্জাক, এতে বক্তব্য রাখেন, মহাদেবপুর থানা আদিবাসী পরিষদ এর সভাপতি জনাব,আমিন কুজুর,থানা উপদেষ্টা দীপঙ্কর লাকরা,খাজুর ইউনিয়ন সম্পাদক মিলন লাকরা,এনায়েত পুর ইউনিয়ন এর সভাপতি নিরেন পাহান,সভাপুর ইউনিয়ন এর সভাপতি কমল উরাও, বিপন,খগেন,থানা দপ্তর সম্পাদক হৃদয় উড়াও, থানা সদস্য নিতি রানী, ও সার্বিক সহোযোগিতায় ছিলেন অসিত কুমার দাস৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ