• ঐতিহ্য

    নড়াইলে সুলতান মেলার শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৪ , ২:১০:০২ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    সোমবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইলের আয়োজনে ১৫ দিন ব্যাপী সুলতান মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোহা.মেহেদী হাসান) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল। অনুষ্ঠানের শুরুতে বিকাল ০৪.০০ ঘটিকার সময় শিল্পী এস এম সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকাল ৪ঃ৩০ ঘটিকার সময় সুলতান মঞ্চে মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার অন্যান্য অতিথিদের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।পরবর্তীতে মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার (মোহা.মেহেদী হাসান) বলেন, নড়াইলে এসে এস এম সুলতানের কীর্তি সম্পর্কে জানতে পেরেছি। তিনি এস এম সুলতানের কীর্তিগাথার স্মৃতিচারণ করেন। তিনি সুলতান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রন করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশ সুপার চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। অতঃপর আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

    এ সময় অধ্যাপক খান শাহাবুদ্দিন, সাবেক অধ্যক্ষ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল, মো. নিজাম উদ্দিন খান নিলু, চেয়ারম্যান, নড়াইল উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখা, আঞ্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা, নড়াইল,মলয় কুন্ডু, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জুলিয়া সুকায়না, উপ-পরিচালক, স্থানীয় সরকার; জনাব শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),মো.দোলন মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল; বীর মুক্তিযোদ্ধাগণ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ