• Uncategorized

    মৌলভীবাজারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সংস্কৃতি উৎসব ‘আদিকথা’

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২১ , ৩:৪২:২৭ প্রিন্ট সংস্করণ

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে খাসি (খাসিয়া), গারো, মনিপুরী, সাওতাল, ত্রিপুরা, মুন্ডা, বাড়াইক, উরাওসহ ১২টি ক্ষুদ্র নৃগোষ্টির নিজস্ব সংস্কৃতির উৎসব ‘আদিকথার মাধ্যমে তুলে ধরা হয়েছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠির সংস্কৃতি।আজ মঙ্গলবার(২৩মার্চ) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি হয়।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মাসহ বিভিন্ন খাসিয়া পুঞ্জির গ্রাম প্রধানগণ।এতে খাসি (খাসিয়া), গারো, মনিপুরী, সাওতাল, ত্রিপুরা, মুন্ডা, বাড়াইক, উরাওসহ ১২টি ক্ষুদ্র নৃগোষ্টির সাংস্কৃতিক দল তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরা হয়েছে।

    শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা, নজরুল ইসলাম বলেন, এই স্বাধীনতা অর্জনে ক্ষুদ্র জাতি গোষ্টিসহ সকলের অবদান রয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাঙ্গালি জাতির জন্য একটি বিশাল মাইল ফলক। আমরা সকল জাতী গোষ্টির মানুষকে নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালন করছি। এরই প্রেক্ষিতে আমারদের উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্টিকে নিয়ে আজকের এই আয়োজন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা তাদের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ