• আইন ও আদালত

    তানোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২২ , ২:৩৯:১৪ প্রিন্ট সংস্করণ

    রাজশাহী তানোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) চৌবাড়িয়া মালশিরা মেসার্স রত্না বেকারী ও মাদারিপুর বাজারের হাবিবুর ইলেক্ট্রনিক্সে অভিযান চালিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জানা গেছে, ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের রাজশাহী জেলা শাখার সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন মাসুম আলী সহকর্মীদের নিয়ে রত্না বেকারীতে প্রবেশ করা। মাত্র মালিক আব্দুর রশিদ কৌশলে পালিয়ে যায় তবে তার জামাই আনোয়ার হোসেন ও হোসেনপুর গ্রামের সুমন
    মারমুখী হয়ে

    তেড়ে আসে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে মৃদু ধাক্কাধাক্কি হয়। এসময় সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে আনোয়ার হোসেনকে হাতকড়া পরিয়ে আটক করে গাড়িতে তোলা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এমনকি অভিযানের ছবি তুলতে গেলে বিএনপি নেতা সাবেক মেম্বার আব্দুল মান্নানের নেতৃত্বে বখাটেরা গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয়ে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্ত্ত রহস্যজনক কারণে প্রায় এক ঘন্টা পর আটককৃতকে ছেড়ে দিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইদিন মাদারিপুর বাজারের মেসার্স হাবিবুর ইলেক্ট্রনিক্সে

    অভিযান চালিয়ে নকল বৈদ্যুতিক তার বিক্রির অপরাধে এক কয়েল তার জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মাসুদ আলী বলেন, আটক নয় তাদের সঙ্গে অসৌজন্যমুলক আচরণের জন্য আনোয়ার হোসেনকে গাড়িতে উঠানো হয়েছিল এবং ব্যবসায়ী ও স্থানীয়দের অনুরোধে ৫০ নয় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে
    তাদের এই অভিযান আগামিতেও অব্যাহত থাকবে। এবিষয়ে স্থানীয় এক ইউপি সদস্য বলেন, এই রত্না বেকারি নিয়ে এলাকাবাসির অভিযোগের শেষ নাই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ